গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

গ্রাম পুলিশের দক্ষতা বাড়লে জনগণ পাবে উন্নত সেবা : -জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

post-title

ছবি সংগৃহিত

সিলেটের কানাইঘাট উপজেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়ার আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

তিনি বলেন, মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত হয়েছেন। এ প্রশিক্ষণের ফল বাস্তবায়ন করা হলে ইউনিয়ন পরিষদের সেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে, যা গ্রামীণ জনগণের নিরাপত্তা ও উন্নতমানের সেবা নিশ্চিতে সহায়ক হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুবর্ণা সরকার।

সভাপতির বক্তব্যে ইউএনও তানিয়া আক্তার বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আরও দক্ষ হয়ে উঠেছেন। এর সুফল জনগণ খুব শিগগিরই পাবে। প্রশিক্ষণে উপজেলার ৯টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন। সভাশেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।


এসএ/সিলেট