ক্বীনব্রীজে বাংলাদেশ-আয়ারল্যান্ড...
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। দুই দলের এই প্রতীক্ষিত সিরিজকে সামনে...
ছবি সংগৃহিত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। দুই দলের এই প্রতীক্ষিত সিরিজকে সামনে রেখে রোববার ( (৯ নভেম্বর) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী ক্বীনব্রীজ এলাকায় আয়োজন করা হয় জমকালো ট্রফি উন্মোচন অনুষ্ঠান।
রোববার বেলা পৌনে একটার দিকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডু বালবিরনি। তাদের সঙ্গে ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও গণমাধ্যম প্রতিনিধিরাও। অনুষ্ঠানে ট্রফি উন্মোচনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচনা ঘোষণা করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে, যার আওতায় দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে আন্তর্জাতিক সিরিজের ট্রফি উন্মোচন আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
এরই অংশ হিসেবে এর আগে ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল। এছাড়াও পূর্বে সিলেটের চা-বাগান এলাকাতেও এমন আয়োজন দেখা গেছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার বেছে নেওয়া হয় সিলেট শহরের অন্যতম ঐতিহ্যের প্রতীক -ক্বীনব্রীজ।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই অধিনায়ক আসন্ন সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন,“নিজেদের মাঠে খেলতে নামা সবসময়ই গর্বের বিষয়।
সিলেটে দারুণ একটি ম্যাচ হবে বলে আমি বিশ্বাস করি। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট উপহার দিতে।”
অন্যদিকে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডু বালবিরনি বলেন, “বাংলাদেশে খেলতে আসা সবসময়ই বিশেষ অভিজ্ঞতা। এই পরিবেশ, এই উচ্ছ্বাস-সবকিছু আমাদের অনুপ্রাণিত করে। আশা করি, দর্শকরা উপভোগ্য টেস্ট ম্যাচ দেখতে পাবেন।”
সিলেটের ঐতিহাসিক স্থাপনায় এমন আয়োজন ঘিরে স্থানীয় দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ট্রফি উন্মোচনের সময় ক্বীনব্রীজ এলাকায় জড়ো হন শতাধিক ক্রিকেটপ্রেমী, যারা দুই দলকেই শুভকামনা জানান।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার এই টেস্ট সিরিজের মধ্য দিয়ে সিলেট আবারও পরিণত হচ্ছে দেশের ক্রিকেট উৎসবের প্রাণকেন্দ্রে।
এসএ/সিলেট