কানাইঘাটে সমাজসেবী মতিন হত্যাকান্ড

একজনের মৃত্যদন্ড, চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত

post-title

সিলেটের কানাইঘাটে চাঞ্চল্যকর আব্দুল মতিন হত্যাকান্ডের ঘটনায় আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড ও আরও চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার সিলেটের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক সায়েদা আমিনা ফারহান এ আদেশ দেন।

আদেশে মৃত্যুদন্ডপ্রাপ্ত আব্দুল মান্নান কানাইঘাট উপজেলার পৌর এলাকার রায়গড় গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। এছাড়া যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল জলিল, আব্দুল হাসিম, কামাল উদ্দিন ও হালিমা বেগম। এদের মধ্যে আব্দুল জলিল ও আব্দুল হাসিম মৃত্যুদন্ডপ্রাপ্ত আব্দুল মান্নানের আপন ছোট দুই ভাই। আর কামাল উদ্দিন হলেন একই এলাকার রায়গড় গ্রামের কালাম উদ্দিনের ছেলে ও হালিমা বেগম হলেন দন্ডপ্রাপ্ত আব্দুল জলিলের স্ত্রী। তাদেরকে ৩০২ ও ৩৪ ধারার অধীনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট সাঈদ আহমদ।

এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন মামলার বাদী সালমান রশিদ। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

এসময় আদালত প্রাঙ্গণে আবেগপ্লুত হয়ে পড়েন আব্দুল মতিনের বড় ছেলে হুমায়ুন রশিদ সেবুল। তিনি বলেন, আমার বাবার হত্যাকারীদের বিরদ্ধে আদালত যে রায়ে দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট হয়েছি। এ রায় দ্রæত কার্যকর করার জন্য জোর দাবি জানাচ্ছি।

এজাহারে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ২০২১ সালের ১২ মে দিনে-দুপুরে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির সীমানার ভিতরে প্রবেশ করে আব্দুল মতিনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে তার সুর চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ কানাইঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু তাকে কোনোভাবে বাঁচাতে পারেননি স্বজনরা। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় তার ছেলে সালমান রশিদ বাদি হয়ে দন্ডপ্রাপ্ত আসামীগণের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দয়ের করলে আদালত এ রায় দেন।


নিজস্ব প্রতিবেদক