কোম্পানীগঞ্জে উদ্ধার হওয়া বিপুল...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থানা...
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কানাইঘাটে লোভা ও নুনছড়া চা বাগানের শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি চা শ্রমিকদের নানামুখী সমস্যা ও জীবন-জীবিকার গল্প শুনেন এবং সাধ্যমতো পাশে থাকার প্রতিশ্রæতি দেন। চা শ্রমিকদের সহজ-সরল বক্তব্য চাকসু মামুনের হৃদয়ের গহীনে স্পর্শ করে । এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আমরা সবাই শ্রমিক। নিজের অবস্থান থেকে পরিবার ও দেশের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের পরিচয় একটাই বাংলাদেশী। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এ দেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই মিলে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে।
রবিবার সকাল ১১টায় ২নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, জেলা কৃষক দলের সিনিয়র সদস্য মাহবুবুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, ২ নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, বিএনপি নেতা এবাদ মেম্বার, মতিন মিয়া, আলাউদ্দিন, যুবদলনেতা আজাদ, মুশাহিদ, ওলি,চা শ্রমিকদের মধ্যে বক্তব্য দেন নুনছড়া পঞ্চায়েত কমিটির সভাপতি সমর সিং, স্কুল শিক্ষক ভিপিসিং, শ্রমিকনেতা বিষা পাত্র, সুশীল, সুরেন গোয়ালা, নিপেন্দ্র দাস, মহেশ ভূমিজ, নিবাশ, সুমন, শিল্পী প্রমুখ। অনুষ্ঠানের কার্যক্রম পবিত্র কুরআন শরীফ ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।
নিজস্ব প্রতিবেদক