পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না কলেজ ছাত্রী ফরিদার

post-title

ছবি সংগৃহিত

মৌলভীবাজার জেলার জুড়ীতে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কলেজ ছাত্রী ফরিদা আক্তার (২৪)। ডিগ্রি ফাইনাল বর্ষের প্রথম পরীক্ষায় অংশ নেওয়ার পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের চালবন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি নিহত হন।

নিহত ফরিদা বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের মেয়ে। তিনি জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের নিয়মিত ছাত্রী ছিলেন।

ফরিদার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকা জুড়ে শোকের মাতম চলছে এবং সকলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বিষয়ের পরীক্ষা জুড়ী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে ফরিদা আক্তার ভাইয়ের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চালবন এলাকায় একটি কাভার্ড ভ্যান দেখে তিনি ভাইকে মোটরসাইকেল সাইডে দাঁড়ানোর জন্য বলেন। মোটরসাইকেল সাইডে দাঁড়ানোর সময় ভ্যানটি অপর একটি অটোরিকশা চালিত সিএনজির সঙ্গে মুখোমুখি হয়ে যায়। সাইড দিতে গিয়ে ভ্যানটির পেছনের অংশ ফরিদার মাথায় আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথেই ফরিদা আক্তার মারা যান।

জুড়ী টিএন খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ বলেন, ফরিদা আমাদের কলেজের নিয়মিত এবং মেধাবী ছাত্রী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যশক্তি দেন।

এসএ/সিলেট